চট্টগ্রাম নগরীতে কিশোর অপরাধীচক্রের নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর হামজারবাগ ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতার নয় জনের বয়স ১৬-১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ও দোকান কর্মচারী রয়েছে। মোহাম্মদপুর বয়েজ সিন্ডিকেট (এমবিএস) নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্য তারা।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বসে আড্ডা দেয়। নিয়মিত মারামারি করে। পাড়া-মহল্লার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করে। হামজারবাগে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় গত মঙ্গলবার থানায় একটি মামলা হয়েছে। এর পর আমরা তাদের গ্রেফতারে অভিযান শুরু করি। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম