বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দিন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক সমিরুল, সহ-সভাপতি আমান গাজী, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই মোস্তফা খান, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, ৫৭নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএম মোফাজ্জল শিশিরসহ বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয়া হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবমুখোর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। বর্ণাঢ্য র্যালিটি ঢাকা ময়মনসিংহের টঙ্গী বাজার, বাটাগেট, স্টেশনরোড, মিলগেট, চেরাগআলী, কলেজগেটসহ গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন