তরুণ প্রজন্মকে কৃষিনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “তারুণ্যের উৎসব ২০২৫”। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) আয়োজনে এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল “তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি”, যেখানে তরুণ প্রজন্মের গবেষণা ও উদ্ভাবনমুখী চিন্তাকে কৃষিক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, আর প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
বিশেষ অতিথি ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় বক্তব্য রাখেন বিএআরসি’র এইআরএস বিভাগের সদস্য পরিচালক ড. মো. মোশাররফ উদ্দিন মোল্লা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরসি’র এইআরএস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুস সালাম। তিনি প্রবন্ধে দেশের কৃষি খাতে প্রযুক্তির প্রয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তার মোকাবিলায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১১ জন সফল উদ্যোক্তার অভিজ্ঞতা বিনিময়। তাঁরা কৃষির বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে ওঠার সাফল্যের গল্প তুলে ধরেন এবং অন্যদের অনুপ্রাণিত করার মতো পরামর্শ দেন। পরে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক।
উপাচার্য প্রফেসর জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “তরুণদের কৃষি উদ্যোক্তা হবার উদ্বুদ্ধকরণে এ আয়োজন কৃষিনির্ভর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান অতিথি কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, “স্বপ্নের কৃষি গঠনে তারুণ্যই মূল শক্তি। ২০৫০ সালকে লক্ষ্য রেখে ২৫ বছর মেয়াদি কৃষি পরিকল্পনায় দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়কে হটস্পট হিসেবে ধরা হয়েছে।”
উল্লেখ্য, এই উৎসব ক্রমান্বয়ে দেশের আরও চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে, যার সূচনা হলো গাকৃবিতে।
বিডি প্রতিদিন/আশিক