সম্পূরক বৃত্তি, জকসু নির্বাচনের রোডম্যাপ ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অবৈধ বাসস্ট্যান্ডের উচ্ছেদের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তিন দফা দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এ-র আগে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার, শহীদ সাজিদ ভবন, ভাষা শহীদ রফিক ভবন, বিজ্ঞান অনুষদের মাঠ সহ পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেত হয়।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিবেশ নষ্ট করছে এ বাসস্ট্যান্ড। অবিলম্বে বাসস্ট্যান্ডসহ অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে হবে। আমাদের নারী বোনেরা কেউ কেউ প্রতিনিয়ত হয়রানিসহ নানা সমস্যায় পড়ে কিন্তু চক্ষু লজ্জায় বলতে পারে না। তারপরে এ বাসস্ট্যান্ড সরানো হচ্ছে না। অধিকাংশ শিক্ষার্থী এখানে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাদের পক্ষে বাসা ভাড়া তিন বেলা খাওয়া পড়া কষ্টসাধ্য কাজ। হল নেই ক্যান্টিনে ভালো খাবার নেই কই যাবো আমরা?
শিক্ষার্থীরা আরও বলেন, সম্পূরক বৃত্তি দিবে দিবে করে ঘুমাচ্ছে আমাদের। আজ কতদিন হয়ে গেলো এখনো কোনো খোঁজ খবর নেই। জকসু নির্বাচনের তো অগ্রগতি দেখছি না। এ প্রশাসনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই,' অবিলম্বে আমাদের সকল দাবি মেনে নেন নতুবা ফলাফল ভালো হবে না।
সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জিহাদুল হাসান পলাশ বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের সামনে এভাবে বাসস্ট্যান্ড থাকতে পারে না। প্রশাসন কেন এ বাসস্ট্যান্ডগুলো এখান থেকে সরাচ্ছে না আমরা জানি না? আমাদের যে সুষ্ঠু পরিবেশ তা এ-র ফলে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত কোন না কোন শিক্ষার্থী ছোটখাটো দুর্ঘটনায় আহত হচ্ছে। আমরা জোর দাবি জানাচ্ছি অতিদ্রুত এখান থেকে এটা উচ্ছেদ করতে হবে।
পদার্থ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তাওহিদুল ইসলাম বলেন, আমরা এত এত আন্দোলন করার পরেও এখনো আবাসন ভাতা পায়নি। কবে পাবো তারও কোনে নিশ্চয়তা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকপ সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে কবে এ আবাসন ভাতা দেয়া হবে এবং কারা কারা পাবে তার তালিকা। নতুবা আমরা আগামীতে কঠোর আন্দোলন গড়ে তুলব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন