চট্টগ্রামে মীরসরাইয়ে আধিপত্য বিস্তার ও কলেজ কমিটি দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার মিরসরাই থানার পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান আনোয়ার, কলেজের সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল আল নোমান, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী শেখ শাহরিয়ার ও মিরসরাই পৌরসভা ছাত্রদলের কর্মী ইমরান হাসান। তাঁদের মধ্যে ইমরান আনোয়ার ঘাড়ে আঘাত পাওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, দুপুরে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।
জানা গেছে, মীরসরাই কলেজ ছাত্রদল সকালে শিবিরের নারী হেনস্তা ও ক্যাম্পাসে প্রভাব বিস্তারের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে। পরে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে একটি শোভাযাত্রা শেষে রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় ছাত্রদলের প্রতিপক্ষ হামলা চালায়। এতে ইমরান আনোয়ার ও নোমানসহ কয়েকজন আহত হন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন