বাংলাদেশে ক্রিকেট ছাড়া বিশ্বকাপের অন্য কোনো খেলা হতে পারেনি। এবার ঢাকায় বিশ্বকাপ কাবাডি আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে মেয়েদের। ভারতে নারী কাবাডির বিশ্বকাপ হওয়ার কথা ছিল। পাকিস্তান আবার সেখানে খেলতে যাবে না। সবাই যেন অংশ নিতে পারে সে লক্ষ্যে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন নিরপেক্ষ ভেন্যু খুঁজছে। এ ক্ষেত্রে তাদের পছন্দ বাংলাদেশ। বাংলাদেশ যদি আয়োজক হয় তাহলে নিঃসন্দেহে ভেন্যু হবে ঢাকা। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই নারী কাবাডি বিশ্বকাপের পর্দা উঠবে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানান, ‘আমরা আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে চিঠি পেয়েছি। তারা আমাদের আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে।
সরকারকে চিঠি দিয়ে বিষয়টি তুলে ধরেছি। সবুজ সংকেত পেলে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে নেমে যাব।’ প্রশ্ন হচ্ছে এত দ্রুত সব সম্পন্ন করা সম্ভব কি না। সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো সমস্যা হবে না। সরকারের সহযোগিতা পেলেই বাংলাদেশ সুন্দরভাবে বিশ্বকাপের আয়োজন করতে পারবে।’