বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দোয়া মাহফিলে হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় ইবনে সউদ (৪২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইবনে সউদকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইবনে সউদ উপজেলার নাংলু গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি নিমগাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের এমদাদুল হক রনির শহরে হোটেল আরাফাত নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় বিএনপির দলীয় কার্যালয়ে ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলতে থাকে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে দোয়া মাহফিলে হামলা চালায়। বিএনপি নেতাকর্মীদের মারপিট, ব্যানারে অগ্নিসংযোগ ও হোটেল ভাঙচুর করে নগদ টাকা লুটে নেয়। এ ঘটনায় এমদাদুল হক রনি বাদি হয়ে ২০২৪ সালের ১২ নভেম্বর দায়েরকৃত মামলায় ইবনে সউদকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, এই মামলার অন্য আসামিদের গ্রেফতাররের চেষ্টা চলছে। গ্রেফতার ইবনে সউদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন