এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির জন্য বাহরাইনে দীর্ঘ সময় কাটিয়েছে বাংলাদেশ দল। বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও খেলেছে। সে দুই ম্যাচেই পরাজিত হওয়ার পর নিজেদের ভুল শুধরে ভালো খেলার দৃঢ় প্রত্যয় জানিয়েছিল যুব দলের সদস্যরা। তবে মিশনের শুরুতে পরাজয়ের বৃত্তেই আটকা পড়ে থাকলেন মোরসালিনরা। গতকাল ভিয়েতনামের ফু থু শহরের ভিয়েত ট্রাই স্টেডিয়ামে সি গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ভিয়েতনামের বিপক্ষে হেরে এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে অনেকটাই ছিটকে পড়েছে বাংলাদেশ। অবশ্য এখনো দুটি ম্যাচ বাকি।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল নিয়ে দারুণ আগ্রহ ছিল দর্শকদের। এই দলে খেলেছেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। কিছুদিন আগে তিনি বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন। তার খেলায় মুগ্ধ বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। তবে ভিয়েতনামের বিপক্ষে কিউবা মিচেলও উদ্ধার করতে পারলেন না দলকে। অনলাইন প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি দেখেছেন বাংলাদেশের হাজারও দর্শক। তবে তাদের হতাশই হতে হয়েছে। কিউবা মিচেল, মোরসালিন, আল আমিনরা আশা পূরণ করতে পারেননি। ম্যাচের বেশিরভাগ সময়ই ভিয়েতনামের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশের ডিফেন্স লাইন। কয়েকবার আক্রমণে উঠলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম ম্যাচ হারলেও সুযোগ আছে কাগজে-কলমে। ৬ সেপ্টেম্বর ইয়েমেন এবং ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এ দুই ম্যাচে জিততে পারলে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ আসতে পারে যুবাদের সামনে। পরের ম্যাচে ইয়েমেনের কাছে হারলেই সব আশা শেষ হয়ে যাবে বাংলাদেশের। বাছাইপর্বে সি গ্রুপে গতকাল জয় পেয়েছে ইয়েমেনও। তারা ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সি গ্রুপের শীর্ষে অবস্থান করছে ভিয়েতনাম। ইয়েমেন অবস্থান করছে দুই নম্বরে। বাংলাদেশের সামনে লড়াই আরও কঠিন হয়ে গেল।