প্রথমে তামিম ইকবাল, এরপর আমিনুল ইসলাম বুলবুল। দুই সাবেক অধিনায়ক তামিম ও বুলবুল বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। গতকাল দুই সাবেক অধিনায়কের দেখানো পথে হাঁটলেন আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। সাবেক অধিনায়ক গতকাল বিসিবির নির্বাচনের পরিচালক পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন, ‘বিসিবির পরিচালক পদে নির্বাচন করতে চাই। আমি নির্বাচন করতে চাই ক্যাটাগরি-সি থেকে।’ ক্যাটাগারি-সি থেকে ৪৫ প্রতিনিধির সরাসরি ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক। মিনহাজুল আবেদীন বিসিবির বর্তমান প্রতিনিধি। ক্যাটাগরি-সি থেকে পাঁচজন অধিনায়কের কোটায় তিনি প্রতিনিধি হয়েছেন। যদিও গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী পাঁচ সাবেক অধিনায়ক প্রতিনিধির কেউই নির্বাচন করতে পারবেন না। বিসিবির আসন্ন নির্বাচনে এ সংকট যাতে না থাকে, সেজন্য বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলবেন মিনহাজুল আবেদীন, খালেদ মাসুদ পাইলটরা।
গত সোমবার সিলেটে বিসিবির পরিচালনা পর্ষদের ২১তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিসিবির নির্বাচনের সম্ভাব্য তারিখ চূড়ন্ত করে। বোর্ড পরিচালকরা ঠিক করেন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেন, ‘বিসিবির নির্বাচন প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেটা ৩-৬ অক্টোবরের মধ্যে হতে পারে।’ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। অবশ্য সময় নির্ধারিত হয়েছে। বিসিবি সভাপতি নিজ ক্ষমতাবলে আজ-কালের মধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করবেন। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। বিসিবির এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী।
বিসিবির পরিচালক সংখ্যা ২৫ জন। প্রতিনিধির ২৩ জন সরাসরি পরিচালক নির্বাচিত করবেন। বাকি দুই পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায়। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিসিবির পরিচালক হয়েছেন এনএসসি কোটায়। বাকি ২৩ পরিচালকের ১০ জন নির্বাচিত হবেন ক্যাটাগরি-এ কোটায়। ‘এ’ ক্যাটাগরির ভোটার জেলা ও বিভাগের প্রতিনিধিরা। ক্যাটাগরি-বি-এর ভোটার ৭৬ ক্লাব প্রতিনিধি। এই ক্যাটাগরির পরিচালক ১২ জন। ক্যাটাগরি-সি-এর ৪৫ ভোটার নির্বাচিত করবেন একজন পরিচালক। এই ক্যাটগরিতেই নির্বাচন করতে চাইছেন মিনহাজুল আবেদীন। যদি পাঁচ অধিনায়কের নির্বাচন করার অধিকার না থাকে, তাহলে নান্নু প্রতিনিধি হতে চাইছেন ১০ ক্রিকেটারের কোটায়। এই কোটা থেকে নির্বাচন করতে কোনো বাধা নেই। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সাবেক অধিনায়ক হিসেবে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান। এর আগে ছিলেন খালেদ মাহমুদ সুজন ও নাইমুর রহমান দুর্জয়।