বুকের ভেতর এক অজানা নগর
পোয়াতি অনুভূতির প্রসববেদনা
দীঘল রাতের শরীরে অনন্তের আলোক
শব্দের শক্ত বাঁধনে ভাবনার মুক্ত ডানা
ছুঁয়ে আসে প্রাক-মধ্যাহ্নের তেজস্বী দুপুর
কিংবা মধ্যরাতের গা-মাখা জোছনা
আলতো করে বের হয়ে আসে শব্দের
ফুটফুটে নবজাতক-
আমি কখনও কবিতার শিল্প হয়ে যাই
কখনো বা কবিতা আমার শিল্প হয়ে ওঠে
এতদিন যার সাথে অন্তরঙ্গ বসবাস
তাকে চেনা হলো না, জানা হলো না আজও-
অন্তর্দৃষ্টির সুবিস্তৃত প্রান্তর যেন বেগানা নারী-