বগুড়া লেখক চক্র ও বগুড়া জীবনানন্দ পরিষদের উদ্যোগে বর্ষার পদাবলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাতে শহরের স্থানীয় একটি মোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী। বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) সাহিত্য সমালোচক আনোয়ার মল্লিক, সাংবাদিক মহসিন আলী রাজু, খন্দকার আব্দুর রশীদ, কবি রাশেদ মেহেদী, ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ আব্দুল হান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম ও বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক অনন্য রাসেল। বর্ষার পদাবলীতে ২৭ জন কবি তাদের স্বরচিত বর্ষার কবিতা ও ছড়া পাঠ করেন।
কবি সিকতা কাজলের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন ইসলাম রফিক, হাবীবুল্লাহ জুয়েল, রাশেদ মেহেদী, সিকতা কাজল, মেরিনা জাহান, আবু রায়হান, ইনাম আহসান, মাহাবুব টটুল, অনন্য রাসেল, আমিনুল ইসলাম রনজু, পবিত্র প্রামাণিক, মেরিনা জাহান, তানিয়া নাসরিন, হাসি খাতুন, শাহাদত হোসেন, মাহবুব এ ইলাহী মিঠু, বেলাল সরকার, মাহমুদ কাওছার, মাহফুজ সুইট, শাকিবুল শাকিল, প্রিয়ম পলাশ, সিরাজুল ইসলাম, মীর এনামুল হক, সুমন মোহন্ত, মোমিন ইসলাম শাওন, রাব্বী হাসান, ইসতিয়াক আহমেদ স্বপন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ