ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডে কুতুবখালী খাল পরিষ্কার ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার এই লিফলেট বিতরণ করা হয়।
এই কর্মসূচির সার্বিক দিকনির্দেশনা, পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।
এ সময় নবীউল্লাহ নবী বলেন, তারেক রহমানের আহ্বানে বিএনপি সবসময়ই জনস্বাস্থ্য ও মানবিক দায়িত্ব পালনে জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু বেড়েই চলেছে। দ্রুত পদক্ষেপ না নিলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। ডেঙ্গুর বিষয়ে আগাম প্রতিরোধের ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কিন্তু তা হয়নি। এজন্য ডেঙ্গু প্রতিরোধে আমাদের সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।
নবীউল্লাহ নবী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই এলাকার রাস্তা সংস্কার না করা হয় এবং খাল-বিল পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু এলাকার মানুষদের নিয়ে রাস্তা বন্ধ করে আমাদের দাবি আদায় করে ছাড়ব।
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে এই প্রচারাভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
এ সময় যাত্রাবাড়ী থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ