একটি চুমু মা হয়
একটি চুমু হেঁটে হেঁটে চৈত্রের দিকে জোনাক আদর হয়ে বিলি কাটে চুলে
একটি চুমু বাবার আঙুল হয়ে বাড়ি ফেরে সাঁঝের আলোয়, জিলিপির ঠোঙা নিয়ে হাতে একটি চুমু ভাই হয় ধূসর জমিনে আঁকে চাঁদের প্রলেপ;
ধনচের দীর্ঘ সারি- একটি চুমু ঘাম হয়;
লোনা স্বাদ লেপ্টে থাকে নয়ন-কাজলে
একটি চুমু ভাঙে ঘুম কাশবনে শালিকের ডাক- একটি চুমু অরণ্যের পথ ঘুরে নগর মহলে, আহা বোশেখের ধুম