ভালোবাসা ধূসর সন্ধের নীল পাখি
কবিতা তো সীমান্ত বোঝে না
মান্য করে না জ্যোৎস্নার ব্যাকরণ
কোনো ভূগোল মানে না বলে এক সূর্য
হয়ে অকৃপণ আলো ছড়ায়
অনন্ত অমানিশায়,
এই আষাঢ়ে ছেঁড়া ছেঁড়া মেঘের
ভেতরে খোঁজে কেউ বিনম্র প্রিয়মুখ
নিবিড় ভালোবাসার
খোঁজে উচ্চরাগের শাস্ত্রীয় সংগীতে;
শাস্ত্রীয় সংগীত বুঝি আর বুঝি না-
এই দ্বন্দ্বে আমি সহজেই ঘুমিয়ে পড়ি
কবিতা মানেই ঘুমিয়ে পড়া,
আর কবিরা ঘুমপরি-
কোনো দিন তার দেখা পাইনি।