চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করে টিকটক ভিডিও বানানোর সময় ১২ কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়জনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, ওই কিশোররা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটক কিশোররা হলেন—ইয়াছিন আরাফাত, আবদুল করিম, আবু হাছনাইন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও আকিফুল ইসলাম। তাদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের সবার বাড়ি চরপাথরঘাটা ৬ নম্বর ও চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।
বিডিপ্রতিদিন/কবিরুল