নাটোরের সিংড়ার আত্রাই নদীতে নৌকা ডুবে নিখোঁজ যুবক আল মামুন ওরফে নয়নের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় তার লাশ উদ্ধার করেন রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল। নিহত যুবক উপজেলার কলম ইউনিয়নের নুরপুর-কৃষ্ণপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।
এর আগে শুক্রবার বিকেল ৪ টায় ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় বাড়ির পাশে আত্রাই নদীতে খেয়াঘাটে নৌকা ডুবে ওই যুবক নিখোঁজ হন। শনিবার একই সময়ে সেখান থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর ওই পাশের ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় নদীতে নৌকা ডুবে ওই যুবক নিখোঁজ হন। আর ছোট্র একটি ডিঙি নৌকায় অতিরিক্ত লোকজন থাকায় এই দূর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এএম