শূন্যের বন্দরে নেই বর্ণিল বসতি
সামান্যই উদ্বিগ্নতা আছে পথিকের
বাতাসের মানসিক স্বাস্থ্যের বিষয়ে
ফিরে যাও, ফেরো, আপন উৎসবে
আনত হও নিজের নামের অক্ষরে
বেদনার ববি ট্রাপ দ্বিচারী নগরে
বরং নিজস্ব দর্পণে নার্সিসাস হও
পেছনের দিকে তাকাতে নেই
পেছনে পড়ে থাক
প্রবঞ্চক পাতাদের বেনামি উচ্ছ্বাস
বাতাসে উড়ুক কিছু গৃহবাসী কথা
মরমিয়া মিথ্যাচার শৌখিন সন্ত্রাসে...