কষ্টের কথা লিখি,
যা কেউ বোঝে না-
ভেতরে জমে থাকা দীর্ঘশ্বাসের মত।
সুখের কথা লিখি,
যেন শিশিরবিন্দু-
আছে, আবার মুছে যায়।
দেশের কথা লিখি,
মাটির গন্ধে ভেজা একটি পুরোনো চিঠির মত।
বিদেশের কথা লিখি,
জানালার ওপারে লুকিয়ে থাকা স্বপ্নের মত।
মানুষের কথা লিখি-
ভালোবাসা, বিশ্বাস আর ভাঙনের স্মৃতি।
মাটির কথা লিখি-
যেখানে পায়ের চিহ্ন রেখে গেছে আমার পূর্বপুরুষ।
সব মিলিয়ে,
এই তো আমার কবিতা-
যে কবিতা একদিন ছাপা হবে
কারও না বলা হৃদয়ে।