১.
গ্রীষ্মে দেখা হলো, মীনাক্ষী সকালে
ধারাপাতে মন নেই, বারিপাতে যদি মুক্তি
ভাসাও, ডোবাও, হাওর-নদীর বীরভূমে
সয়লাব মিঠা পানি, পান ভুলে গৌরী তুলি।
বেত ফল হরষে ভোলায় সৌন্দর্যের বৈদূর্যমণি!
২.
খুলে বসতে পারতে কুঞ্চিত কুন্তল তরুদল
পাতার বসনে বিলাস আসনে ক্ষেত্রপুর।
অন্য দলে দিঘির কাঁপন, কাঁকনে কথন
তরুছায়া তুলেছে চাঁদোয়া, আকাশে আঁকশি।
দৃষ্টিতে পাই না ঝোপঝাড়, তরু কাঁপে বারবার।