নারী জাগরণ ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সারাদেশে অনুষ্ঠিত ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায়ও আয়োজন করা হয় বর্ণাঢ্য শপথ পাঠ অনুষ্ঠান।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সারাদেশের কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। গাইবান্ধা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহুরুল হক সরকার, গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আব্দুল মাজেদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাসুদ রানা, জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ও জুলাই কন্যা মৌটুসী রহমান ইনান প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ্।
শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেন। বক্তারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সাম্য, নারী নির্যাতন রোধ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক পরিবেশনা। এতে সরকারি শিশু পরিবারের সদস্যদের পাশাপাশি জেলার শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/জামশেদ