কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের আন্দোলনের দিকে মোড় নেয় বৈষম্যবিরোধী আন্দোলন। গত বছরের ২৬ জুলাই আন্দোলন দমনের লক্ষ্যে নিরাপত্তার অজুহাতে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সহ-সমন্বয়ক আবু বাকের মজুমদারকে। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাদের তুলে নিয়ে যাওয়া হয়। ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা, মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে কারফিউয়ের মধ্যেই ওইদিন জাতীয় প্রেস ক্লাব এবং পল্টন এলাকায় সাংস্কৃতিক সমাবেশ ও প্রতিবাদী গানের মিছিল করে- প্রগতিশীল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো। ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ভবন ওইদিন সকালে পরিদর্শনে যান। সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি। আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদের রাজাকার হিসেবে পরিচিত করেছে। বিএনপি-জামায়াত ও শিবির দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এই তাণ্ডব চালিয়েছে।’ আন্দোলনে আহতদের দেখতে একই দিন বিকালে শেখ হাসিনা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’ বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওইদিন এক বিবৃতিতে বলেন, ‘গত কয়েক দিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায়। জনগণের টাকায় কেনা কী পরিমাণ গোলাবারুদ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের ওপর ব্যবহার করা হয়েছে- তার হিসাবও জনগণ চায়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়ায়-গণ্ডায় আদায় করে নেবে। গ্রেপ্তার নেতা-কর্মীদের গুম করে রেখে নির্যাতন চালিয়ে তিন-চার কিংবা পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে। যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।’ বিবৃতিতে সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ জুলাই গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ বিএনপি-জামায়াতের আরও ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার নিম্ন আদালত। এদিন রিমান্ড শেষে কারাগারে যাওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক। বিটিভি ভবনে হামলা-মামলায় তারা রিমান্ডে ছিলেন। এ ছাড়া এদিন নতুন করে আরও প্রায় চার শত ছাত্র-জনতাকে গ্রেপ্তার করে পুলিশ। এদের বেশির ভাগই ছিল বিএনপি-জামায়াতের। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ একাধিক কর্মসূচি পালন করবে দেশের রাজনৈতিক দলগুলো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা আজ মৌলভীবাজার এবং কিশোরগঞ্জে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নেবেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘রোড টু জুলাই’ শিরোনামে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীতের আয়োজন করবে বিএনপি। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা করবে গণঅধিকার পরিষদ। ঢাকা বিভাগে গণসংযোগ করবে আপ বাংলাদেশ।
শিরোনাম
- লক্ষ্মীপুরে সাড়ে ৩'শ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির
- সব অস্ত্র এখনো উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছি : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা
- যারা পিআর চায়, তারা জানেই না পিআর কী: মির্জা ফখরুল
- শুধু অভিযোজন নয়, দরকার বিশ্বব্যাপী নির্গমন হ্রাস: পরিবেশ উপদেষ্টা
- ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত
- শ্রীপুরে বিএনপি নেতার পিতার মৃত্যুতে মহাসচিবের শোক
- নিম্নচাপের প্রভাবে প্লাবিত সুন্দরবন, ক্ষতির আশঙ্কা নেই
- নওগাঁয় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, আহত চালক
- লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ৪
- খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪
- ফরিদপুরে টি-টেন ক্রিকেটে কুষ্টিয়া চ্যাম্পিয়ন
- মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ইতালির রাস্তায় ভেঙে পড়ল বিমান
- নাসার চাকরি ছাড়ছেন ২০ শতাংশ কর্মী
- ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী ও এক-তৃতীয়াংশ এমপির চাপ
- সিরিয়ায় মার্কিন অভিযান, দুই ছেলেসহ শীর্ষ আইএস নেতা নিহত
- ফ্যাসিবাদের মাথা চলে গেলেও ষড়যন্ত্র রয়ে গেছে: আব্দুস সালাম
- মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু
- অনাহারে দিন পার করছে গাজার এক তৃতীয়াংশ মানুষ: জাতিসংঘ
ডিবি হেফাজতে তিন সমন্বয়ক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর