কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংকলড়ি-কাভার্ডভ্যান-ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে জেলা শহরের সবুজ পাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় ট্রাক-ট্যাংকলড়ি-কাভার্ডভ্যান-ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আয়নাল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলামসহ অন্যান্যরা।
শ্রমিক সমাবেশের ত্রী-বার্ষিক কাউন্সিলের সাধারণ সভায় বক্তারা শ্রমিকদের জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল