আজ থেকে ঠিক দশ বছর আগের কথা,
নানু বাড়ির পুকুরের পশ্চিমে
কদম গাছতলায় খোলা চুলে বসেছিল ছোট খালামণি
পুতুল বউ হাতে পুকুর ঘাটে আপনমনে খেলছিলাম আমি।
হঠাৎ খালামণি মধুর সুরে গান ধরল।
পেছন ফিরে তাকিয়ে দেখি আমি,
অচেনা এক যুবক খালামণির চুলে কদম ফুল গুঁজে দিচ্ছিল।
খালামণি চোখ বন্ধ করে ডুবে ছিল স্বপ্নরাজ্যে।