‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতে ভঁওয়র সিংহ শেখাওয়াত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন ফাহাদ ফাসিল। আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানার দুর্দান্ত অভিনয়ের মধ্যেও ফাহাদের উপস্থিতি আলাদা করে নজর কেড়েছিল। ‘পুষ্পা’র দ্বিতীয় পর্বে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন ভক্তরা। সেই প্রত্যাশা পূরণও হয়েছে।
তবে শুধু ‘পুষ্পা’ নয়—‘বরাথন’, ‘কুম্বলঙ্গি নাইট্স’, ‘সুপার ডিলাক্স’, ‘ট্রান্স’, ‘জোজি’, ‘মালিক’, ‘আবেশম’ ও ‘বোগেনভিলিয়া’র মতো একাধিক প্রশংসিত দক্ষিণী ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে। মালয়ালম সিনেমার অন্যতম সেরা এই অভিনেতা সম্প্রতি জানালেন, অভিনয়ের পরবর্তী অধ্যায়ে তিনি পেশা হিসেবে বেছে নিতে চান একেবারেই ভিন্ন কিছু—স্পেনের বার্সেলোনায় গিয়ে ক্যাব চালাতে চান তিনি!
এক সাক্ষাৎকারে ফাহাদ বলেন, “আমি অভিনয় ছেড়ে দিলে দেশে থাকব না। স্পেনে গিয়ে ক্যাব চালিয়ে জীবন কাটাতে চাই। এটা শুধু গাড়ি চালানো নয়, বরং এমন একটা কাজ বেছে নেওয়া, যা আমার মন থেকে ভালো লাগে। কাউকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারা আমার কাছে পরিপূর্ণ একটি অভিজ্ঞতা হবে।”
এই স্বপ্নের কথা স্ত্রী নাজরিয়াকে জানালে তিনিও খুব খুশি হয়েছেন বলে জানান ফাহাদ। জীবনের পরবর্তী অধ্যায়ে কীভাবে নিজেকে দেখবেন, সেটাও মানুষের নিজস্ব পছন্দের বিষয় বলে মনে করেন তিনি।
এই ভাবনার সঙ্গে যেন কোথাও মিল খুঁজে পাওয়া যায় ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবির। যেখানে পরিচালক নিজেই ট্যাক্সি চালিয়ে যাত্রীদের সঙ্গে আলাপচারিতায় তুলে ধরেছিলেন সমাজ ও মানুষের বিচিত্র জীবনচিত্র। তাহলে কি জীবনের নতুন গল্প খুঁজতেই ফাহাদ নিতে চাইছেন স্টিয়ারিংয়ের দায়িত্ব? সময়ই দেবে উত্তর।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম