ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেন, একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। এগুলো কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। চাঁদাবাজি বন্ধ করতে বললে যদি গালাগাল করে, তাহলে তাদের চরিত্র যে কতটা নোংরা হয়ে গেছে, সহজেই অনুমেয়।
গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ইসলামী আন্দোলনের আমির সব দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, প্রতিহিংসা বাদ দিয়ে, ক্ষমতার মোহ ছেড়ে আমরা দেশপ্রেমিক হই, দেশের কল্যাণে সবাই মিলে কাজ করি।’
তিনি আরও বলেন, ‘ইসলামী যুব আন্দোলন বিপথগামী যুবকদের দেশপ্রেম ও আদর্শ শেখায় পক্ষান্তরে অন্যান্য দলের যুবসংগঠন যুবকদের খুন, ধর্ষণ ও চাঁদাবাজি শেখায়। আমাদের যুব আন্দোলনের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নাই, এটা আমাদের আনন্দিত করে।’
যুব জমায়েতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী ও জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবীব।