এখন থেকে কৃষি ঋণ বিতরণেও গ্রাহকের সিআইবি যাচাই করতে হবে। বাংলাদেশ ব্যাংক গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের এমডি ও সিইওর কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট সংগ্রহের প্রয়োজন হবে না মর্মে উল্লেখ রয়েছে। সিআইবি রিপোর্ট যাচাই ছাড়া ঋণ প্রদান করা হলে একজন গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পরিমাণের একাধিক শস্য ও ফসল ঋণ গ্রহণ করলেও তা ঋণ প্রদানকারী ব্যাংকের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। এ প্রক্রিয়ায় খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
বর্তমানে সিআইবি প্রতিবেদন সংগ্রহ করা আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে। ব্যাংকসমূূহ বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর সিআইবি রিপোর্ট সংগ্রহ করতে পারছে। তাই কৃষি ও পল্লী ঋণের (এমএফআই লিংকেজ ছাড়া) আওতাভুক্ত সব খাতে যে কোনো পরিমাণের নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।