শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ ‘এ’ দল। যদিও মাহিদুল ইসলাম অঙ্কন চেষ্টা করেছিলেন। কিন্তু ব্ল্যাক ক্যাপস ‘এ’ দলের আদিত্য অশোকের লেগ স্পিন, গুগলি ও ফ্লিপারের সঙ্গে কোনোভাবেই পেরে ওঠেননি স্বাগতিক টেল এন্ডার ব্যাটাররা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে অশোক এতটাই দুর্বোধ্য হয়ে উঠেছিলেন যে, ১৮ বলের (৬২.২-৬৫.২ ওভার) ব্যবধানে মাত্র ৫ (১৭০-১৭৫) রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচই হেরে যায় টাইগার ‘এ’ দল। অথচ ম্যাচ বাঁচাতে দুই সেশনে ৬৯ ওভার ব্যাটিং করতে হতো নুরুল হাসান সোহানের দলকে। টার্গেট ছিল ২৪৬ রান। এমন টার্গেটে ৬৫.২ ওভারে ১৭৫ রানে অলআউট হয়ে যায় সোহান বাহিনী। ৭০ রানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড ‘এ’। এই জয়ে দুই ম্যাচের আনঅফিশিয়াল টেস্টে এগিয়ে গেছে সফরকারীরা। যদিও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ‘এ’। দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছেন আদিত্য অশোক। ভারতীয় বংশোদ্ভূত কিউই লেগ স্পিনারের ম্যাচের দুই ইনিংসে স্পেল যথাক্রমে ১০-২-৫৫-১ ও ১৭-৩-৫৪-৫। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ সিলেটে ২১-২৪ মে।
গতকাল চতুর্থ দিন ১৫ উইকেটের পতন হয়েছে। আগের দিনের ৫ উইকেটে ২১৬ রান নিয়ে খেলতে নামে সফরকারী ‘এ’ দল। নিক কেলি ১১৭ ও মিচেল হে ১১ রানে অপরাজিত থেকে ব্যাট করতে নামে। টাইগার বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতে সফরকারীরা আরও ৪১ রান যোগ করে স্কোর বোর্ডে। ৮০.১ ওভারে ২৫৭ রানে গুটিয়ে যায়। কেলি আউট হন ব্যক্তিগত ১২২ রানে। হে ১৮ রান করেন। দুই স্বাগতিক স্পিনার মুরাদ ও নাঈম হাসান যৌথভাবে ৯ উইকেট নেন। হাসান মুরাদের স্পেল ২৪.১-১-৬১-৫। নাঈমের স্পেল ২৯-৩-৭৩-৪। টার্গেট ২৪৬ রান। পরিচিত উইকেটে ১৭৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক ‘এ’ দল। ওপেনার জাকির হাসান ৫০, এনামুল হক বিজয় ১৬, মাহামুদুল হাসান জয় ৪, অমিত হাসান ৫, অধিনায়ক সোহান ২৭ এবং শেষ দিকে অঙ্কন অপরাজিত থাকেন ৫৭ রানে। ম্যাচসেরা অশোকের সঙ্গে দারুণ বোলিং করে ৩৮ রানের খরচে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার জেয়ডন লেনক্স।]
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ‘এ’ ১ম ইনিংস : ২৫৬
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস : ২৬৮
নিউজিল্যান্ড ‘এ’ ২য় ইনিংস : (আগের দিন ২১৬/৫) ৮০.১ ওভারে ২৫৭।
বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস : (লক্ষ্য ২৪৬) ৬৫.২ ওভারে ১৭৫ (বিজয় ১৬, জাকির ৫০, মাহিদুল ৫৭*, সোহান ২৭; ক্লার্ক ৮-১-৪০-১, ক্লার্কসন ৯-১-২৪-১, লেনক্স ২৩.২-৬-৩৮-৩, অশোক ১৭-৩-৫৪-৫)
ফল : নিউজিল্যান্ড ‘এ’ ৭০ রানে জয়ী
সিরিজ : দুই ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ ১-০তে এগিয়ে
ম্যাচসেরা : আদিত্য অশোক