দুই প্রতিবেশীর যুদ্ধের পর থমকে গিয়েছিল বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ। সিরিজটি ভেসে যেতে বসেছিল। যুদ্ধ থেমেছে। পরিস্থিতি শান্ত হয়েছে। জনজীবন অনেকটা স্বাভাবিক হয়েছে। আইপিএল ও পিএসএল ফের শুরু হয়েছে। থমকে যাওয়া পাঁচ ম্যাচ টি-২০ সিরিজটি নতুন তারিখে শুরু করতে চাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড। বিসিবি ও পিসিবি নিজেদের মধ্যে চিঠি চালাচালি করেছে। আগামীকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পিসিবি সভাপতি মহসিন নাকভি দুবাই কিংবা শারজাহতে বৈঠকে বসবেন। বিসিবি সভাপতির সঙ্গী হিসেবে থাকবেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সরকারের সবুজসংকেত পেলেও পাকিস্তান সফর নির্ভর করছে ক্রিকেটারদের ইচ্ছার ওপর। বিসিবি চাইছে সফর হোক। একই সঙ্গে ক্রিকেটারদের ইচ্ছাকেও প্রাধান্য দিচ্ছে।
আগের স্ক্যাজুয়ালে শারজাহতে সিরিজ খেলেই লিটনের নেতৃত্বে পাকিস্তানে উড়ে যাওয়ার কথা ছিল টাইগারদের। ফয়সালাবাদে ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুটি ম্যাচ এবং লাহোরে ৩০ মে এবং ১ ও ৩ জুন শেষ তিনটি টি-২০ আয়োজনের স্ক্যাজুয়াল ছিল। প্রায় ভেস্তে যাওয়া সিরিজ খেলার অনুমতিও দিয়েছে বাংলাদেশ সরকার। পিসিবি সভাপতি ও টাইগার ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে আজ শারজাহর উদ্দেশে ঢাকা ছাড়ছেন বিসিবি সভাপতি। বিসিবি সভাপতি ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন নিরাপত্তার বিষয়টি আলোচনায় উঠে আসায়। শোনা যাচ্ছে, নিরাপত্তার কথা বিবেচনা করে রিশাদ হোসেনসহ আমিরাত সফররত ক্রিকেটারদের অনেকেই পাকিস্তান যেতে চাইছেন না। পাকিস্তান-ভারত যুদ্ধের সময় পাকিস্তানে অবস্থান করছিলেন রিশাদ ও নাহিদ। তারা ভালো করে জানেন যুদ্ধের পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। এজন্য অনেকে যেতে চাইছেন না পাকিস্তানে। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে চাইছে বিসিবি। সভাপতি ফারুক যাচ্ছেন শারজাহ। তিনি সেখানে লিটনদের সঙ্গে কথা বলবেন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সিরিজের বিষয়ে বাংলাদেশ সরকার সবুজসংকেত দিয়েছে। এখন আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলব। তাদের মতামত নেব। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।’
সিরিজের বিষয়ে আমি পিসিবি সভাপতির সঙ্গে কথা বলব। তিনি আসবেন আমিরাতে।’ শোনা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের পূর্ণ নিরাপত্তা দিতে পিসিবি একটি ভেন্যুতে খেলার আয়োজন করবে।
সেদিন শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়টি খেলবে বাংলাদেশ। গতকাল শারজাহতে প্রথম ম্যাচ খেলেছেন লিটন দাসরা।
ট্রফি নিয়ে ফটোসেশনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও আমিরাতের মোহাম্মদ ওয়াসিম