দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা থাকলেও সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পাক-ভারত যুদ্ধবিরতির পর পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে বাইশ গজে ফিরবেন ৩৮ বছর বয়সি এ অলরাউন্ডার। পেশোয়ার জালমির কাছে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে শাহিন আফ্রিদির কালান্দার্স। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই তৃতীয়বারের মতো পিএসএলে ফিরছেন বাংলাদেশি এ তারকা। এর আগে ২০১৭ সালে পেশোয়ার ও ২০১৮ সালে করাচির হয়ে ভালো খেলতে পারেননি তিনি। ভারত-পাকিস্তান সংঘাতের পর বিদেশি ক্রিকেটাররা চলে গেলে সাকিবকে দলে নেয় লাহোর। গতকাল লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। আশা করছি ম্যাচটি ভালো যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচের জন্য অপেক্ষা করছি।’
হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছিল লাহোর কালান্দার্স। শুধু মিচেলই নন, আরও পরিবর্তন এসেছে বলেও জানায় দলটি। সবশেষ ৩০ নভেম্বর আবুধাবি টি-১০ ক্রিকেটে মাঠে দেখা যায় সাকিবকে। রাজনৈতিক পট পরিবর্তন ও বোলিং নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।