পরাজিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের ষড়যন্ত্রমূলক পুশইন ও পানি আগ্রাসনের ব্যাপারে সোচ্চার ও সতর্ক থাকার জন্য অন্তর্বর্তী সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গতকাল খুলনায় এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র এবং তাদের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নির্লজ্জ আগ্রাসী মনোভাব আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে দাঁড় করিয়েছে। অন্তর্বর্তী সরকার ও ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ক্ষুদ্র স্বার্থে বিভেদে লিপ্ত না হয়ে তা মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ফ্যাসিবাদী শাসক হাসিনার পতনের পর উচিত ছিল গণতন্ত্রের পক্ষের সব শক্তি মিলে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করার। সরকার সবাইকে নিয়ে বসে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, খুনিদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে পারত। মরণফাঁদ ফারাক্কার প্রভাবে সুন্দরবন ও তৎসংলগ্ন অঞ্চল পরিবেশগত ঝুঁকিতে পড়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি দাবি জানান। এর আগে মঞ্জু পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর থিমসংবলিত ফেস্টুন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
মহানগর আহ্বায়ক সাইদুল হক মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, এস এম আক্তারুজ্জামান, আলমগীর হোসেন, আবু বক্কর সিদ্দিক, মাহবুবুর রহমান, আবদুল কাদের ও মুনীর চৌধুরী সোহেল।