শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভুক্তভোগী জনতার উদ্যোগে গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা সরকারের সময় ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তির বাতিল আদেশ প্রত্যাহার এবং সর্বোচ্চ আদালতের রায় মোতাবেক কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদানে প্রধান উপদেষ্টার নির্দেশ পালন না করায় সংশ্লিষ্ট উপদেষ্টা, ডিএনসিসির প্রশাসক ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগসহ শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্যে মোহাম্মদ আবদুর রহিম বলেন, আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার দীর্ঘদিন ধরে উল্লিখিত বিষয় দুটির সমাধান চেয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সমাধান পাইনি। এমতাবস্থায় আমাদের বিষয় দুটির সমাধানের জন্য আবারও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
তিনি জানান, দুটি দাবি বাস্তবায়নে আগামী ২৫ মে বিকাল ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে ছাত্র-জনতাসহ সবাইকে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নূরতাজ আরা ঐশী, বসতিনেত্রী জেসমিন, নুরজাহান বেগম প্রমুখ।