সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতা গত বছর অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-২০ ফরম্যাটে। নেপালে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে বাংলাদেশের যুবারা চ্যাম্পিয়ন হয়। ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে পরাজিত করে যুবারা। এবারও কি আরও এক স্বাগতিককে হারিয়ে শিরোপা জয় করতে পারবে বাংলাদেশ? চলতি আসরে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করলেও পরের ম্যাচে ভুটানকে ৩-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত করে যুবারা। শেষ চারের লড়াইয়ে পরাজিত করে নেপালকে। অন্যদিকে ভারত গ্রুপপর্বে শ্রীলঙ্কাকে ৮-০ এবং নেপালকে ৪-০ গোলে পরাজিত করে। সেমিফাইনালে তারা মালদ্বীপকে পরাজিত করে ৩-০ গোলে। ফাইনালে বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ। এই ভারতের কাছেই অনূর্ধ্ব-২০ ফরম্যাটের লড়াইয়ে ২০২২ সালের সাফে পরাজিত হয় বাংলাদেশ। তা ছাড়া অনূর্ধ্ব-১৮ ফরম্যাটের সাফে ভারতের কাছে বাংলাদেশ পরাজিত হয় ২০১৯ সালে। আগের পরাজয়গুলোর প্রতিশোধ নেওয়ার দারুণ এক সুযোগ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।