১৪ বছর পর জোলি
কান চলচ্চিত্র উৎসবে প্রত্যাবর্তন করলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। শুক্রবার নির্মাতা আরি অ্যাস্টার পরিচালিত ওয়েস্টার্ন ভৌতিক সিনেমা ‘এডিংটন’-এর প্রিমিয়ার উপলক্ষে ১৪ বছর পর আবারও তাঁকে লালগালিচায় দেখা গেল। নজরকাড়া শুভ্র পোশাকে দ্যুতি ছড়ালেন তিনি। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের ছবি এডিংটন। প্রিমিয়ারে এর প্রধান অভিনয়শিল্পী পেড্রো প্যাসক্যাল, হোয়াকিন ফিনিক্স, অস্টিন বাটলার ও এমা স্টোনের সঙ্গে সম্মানজনক শপার্ড ট্রফির মেরিন বা শুভেচ্ছাদূত হিসেবে লালগালিচায় হাজির হয়েছিলেন জোলি। লালগালিচায় ‘ম্যালেফিসেন্ট’ অভিনেত্রী হাজির হয়েছিলেন এক অপূর্ব চ্যাম্পেইন রঙের অফ-শোল্ডার বাস্টিয়ার গাউনে, যার কাট ছিল হালকা ঘেরযুক্ত ও সূক্ষ্ম সূচিকর্মে সজ্জিত। শপার্ডের হীরার গয়না তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। অ্যাঞ্জেলিনা জোলির এ প্রত্যাবর্তন শুধু গ্ল্যামারেই নয়, ইতিহাসেও অনন্য। কারণ ২০১১ সালে ‘দ্য ট্রি অব লাইফ’ চলচ্চিত্রের প্রিমিয়ারে তিনি লালগালিচায় হেঁটেছিলেন যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে গর্ভে ধারণ করে। তখন তাঁর পাশে ছিলেন প্রাক্তন স্বামী ব্র্যাড পিট। এবারের উপস্থিতি যেন সেই স্মরণীয় মুহূর্তেরই এক গৌরবময় পুনরাবৃত্তি! যেখানে গ্ল্যামার, ইতিহাস আর চলচ্চিত্রের প্রতি জোলির দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।
লালগালিচায় ক্রিস্টেন স্টুয়ার্ট উৎসবের চতুর্থ দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। এদিন উৎসবে দেখা গেল আত্মবিশ্বাসী ও স্টাইলিশ এক ক্রিস্টেন স্টুয়ার্টকে। পরনে ছিল একটি হালকা গোলাপি রঙের ক্লাসিক চ্যানেল-স্টাইলের টুইড টু-পিস সেট, যার ওপরে হালকা জরির ঝিলিক যুক্ত ছিল। সোনালি চুল ছিল খোঁপায় বাঁধা, স্বচ্ছ কাপড়ের সাদা স্কার্ট তার লুকটিকে করে তুলেছিল আরও আত্মবিশ্বাসী, দৃষ্টিনন্দন ও অনন্য। তাঁর গলায় থাকা নেকলেস ও হালকা রঙের সানগ্লাস পুরো সাজকে এনে দিয়েছিল এক সম্ভ্রান্ত ছোঁয়া। হলিউডের ২০ বছরের অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথম তিনি দাঁড়ালেন ক্যামেরার পেছনে। অর্থাৎ ক্রিস্টিনের এবারের কান-সফর নির্মাতা হিসেবে! তাও আবার প্রথম সিনেমা নিয়ে তাঁর এ সূচনা। ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী লিডিয়া ইউকনাভিচের ২০১১ সালের স্মৃতিকথা ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক করেছেন নিজেকে। ১৬ মে কান চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছে। মিলেছে মুহুর্মুহু করতালি। অনুমান করা যাচ্ছে, অভিনয়ের মতো নির্মাণেও দারুণ সাড়া ফেলবেন ‘টোয়াইলাইট’ গার্ল।
নির্মাতা-প্রযোজক হিসেবে অনুপম খের
অনুপম খের। চার দশকের অভিনয় ক্যারিয়ার। বিনিময়ে পেয়েছেন বিশ্বজোড়া দর্শকের ভালোবাসা। সেই মানুষটি এবারের ৭৮তম কান উৎসবে নির্মাতা হিসেবে এসেছেন। ভূমধ্যসাগরের কানসৈকত ঘেঁষে পালে দে ফেস্টিভ্যাল ভবনের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম-এর অংশ হিসেবে তাঁর এ কান পদচারণা। যেখানে প্রদর্শিত হয়েছে অনুপম খের নির্মিত দ্বিতীয় সিনেমা ‘তানভি দ্য গ্রেট’। প্রথম ছবি ‘ওম জয় জগদীশ’ (২০০২) নির্মাণের টানা ২৩ বছর পর ফের পরিচালকের চেয়ারে বসলেন এ অভিনেতা। যাতে তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন।