ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতি থাকায় পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। বিকাল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এতে গত ৮ ফেব্রুয়ারিতে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন শুধু তারাই অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, নতুন করে প্রবেশপত্র সংগ্রহ ব্যতীত এ পরীক্ষায় অংশ নিতে পারবেন না ভর্তিচ্ছুরা। আজ দুপুর ২টা পর্যন্ত ওই প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। বহুনির্বাচনি পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলো আগের লিখিত পরীক্ষার অংশের নম্বরের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
এ ছাড়া আগের মতো দেশের আটটি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ভর্তি-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানতে পারবেন।