চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চাকরি হারিয়েছেন ৯৭৮ জন ব্যাংকার। চাকরি হারানোর হার নারীদের মধ্যে সবচেয়ে বেশি। একইভাবে নারী কর্মী কমেছে প্রায় ১ হাজার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন। গত বছরের ডিসেম্বরে কর্মী ছিল ২ লাখ ১৪ হাজার ২৪৫ জন। নারী কর্মীর সংখ্যা জুনে কমে হয়েছে ৩৫ হাজার ৭৮২ জন, যা মোট কর্মীর ১৬ দশমিক ৭৮ শতাংশ। ছয় মাস আগে নারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯ জন বা ১৭ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ নারী কর্মী কমেছে ১ হাজার ৮৬৭ জন। বিপরীতে একই সময়ে পুরুষ কর্মীর সংখ্যা বেড়েছে ৮৮৯ জন। হ্রাসের মূল প্রভাব পড়েছে বেসরকারি ব্যাংকে। সেখানে নারী কর্মী কমেছে ২ হাজার ১৪ জন, বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০ জনে। তবে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৮৩ জন, বিশেষায়িত ব্যাংকে ৬০ জন এবং বিদেশি ব্যাংকে ৪ জন। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিগত সরকারের সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই অনেককে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর তাদের মধ্যে অনেকে চাকরি হারিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী। যদিও মোট নারী কর্মী কমেছে, উচ্চপর্যায়ে নারীর অংশগ্রহণ সামান্য বেড়েছে। জুনে উচ্চ পদে নারীর অংশ ১০ দশমিক ২৫ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। তবে প্রারম্ভিক পর্যায়ে নারীর উপস্থিতি কমে ১৭ দশমিক ৬৬ শতাংশে নেমেছে। পরিচালনা পর্ষদে নারীর অংশও সামান্য কমে ১২ দশমিক ৯৭ শতাংশে এসেছে।