গণপিটুনিতে খুলনায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম মো. আলম মোল্লা (৩৮)। গতকাল বিকালে ফুলতলা জামিরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আলমকে বাড়ি থেকে ধরে এনে গণপিটুনি দেওয়া হয়। তিনি ডুমুরিয়ার টোলনা গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গতকাল জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্লার টোলনা গ্রামের বাড়িতে গিয়ে ৪-৫ জন সন্ত্রাসী জীবননাশের হুমকি দেয়। এর আগে জামিরা বাজারে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা দাবি করা হয়। এ ঘটনার জেরে বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে আলম মোল্লাকে বাড়ি থেকে ধরে বাজারে এনে গণপিটুনি দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ফুলতলা থানার ওসি মো. জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত আলমের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।