গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে। তার শারীরিক অবস্থা মূল্যায়নে আরেকটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নুরুল হক নুরকে দেখতে গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি-১ নম্বর কেবিনে গিয়ে খোঁজখবর নেন তিনি। কিছু সময় নুরের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, যারাই আঘাত করেছে, হত্যার উদ্দেশ্যে করেছে, এটা খুবই পরিষ্কার। নুরুল হকের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘একটা গণ অভ্যুত্থান হয়েছে, এত কিছুর পরও, আমাদের নেতাদের ওপর আক্রমণ করছে। এ ঘটনায় বিচার বিভাগীয় যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। দেশের বাইরে নুরুল হকের চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতাল ত্যাগ করেন তিনি। এই সময় ঢামেক হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তার সার্বিক অবস্থা মূল্যায়নে আমরা ইউরোলজি, অর্থোপেডিকসহ আরও কিছু বিভাগের বিশেষজ্ঞদের যুক্ত করে আরেকটি মেডিকেল বোর্ড গঠন করেছি। হাসপাতালের কেবিনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকে আহত হন। পরে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে রাতেই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।