রাজধানীর গাবতলী মাজার রোডে ট্রাফিক সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রীকে জরিমানা করেছেন আদালত। গতকাল বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ দণ্ড দেন। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট আবু সুফিয়ান গাবতলী এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। একটি প্রাইভেটকার ট্রাফিক সিগন্যাল অমান্য করলে সার্জেন্ট গাড়িটি থামানোর নির্দেশ দেন এবং কাগজপত্র দেখতে চান। তখন গাড়ির মালিক শামীম মোল্লা এবং তার স্ত্রী আয়েশা খাতুন সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে পথচারীদের সহায়তায় অভিযুক্তদের আটক করে দারুসসালাম থানায় সোপর্দ করা হয়। তাদের দ্রুত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদ এবং আয়েশা খাতুনকে ১০ হাজার টাকা অর্থদ দেন।