ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় দেড় ঘণ্টা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করে বাঘটি আবার জঙ্গলের ভিতরে চলে যায়। এ সময় তাকে শান্ত অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, বাঘটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল।
স্থানীয়রা বলেন, সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বাঘটি ঘোরাঘুরি করে। সূর্য ডুবে গেলে সে আবার জঙ্গলে চলে যায়। আশঙ্কা করা হচ্ছে, কাঁটাতারের এপাশে আরও একাধিক বাঘ রয়েছে। ভারতে ভারী বর্ষণ ও বন্যার কারণে বাঘটি সীমান্তসংলগ্ন এলাকায় চলে আসতে পারে।
আবদুল আহাদ নামের স্থানীয় কৃষক বলেন, ‘ওই এলাকার জমি রোপা লাগানোর জন্য প্রস্তুত রয়েছে। বাঘ কাঁটাতারের এপাশে চলে আসায় জমির কাজে যেতে ভয় লাগছে। আমরা আতঙ্কে আছি।’ ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এমন সংবাদ শুনে সতর্কতার সঙ্গে টহল পরিচালনাসহ এলাকাটি মনিটরিং করা হচ্ছে। বিএসএফ ক্যাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয় জনসাধারণকে সচেতন করাসহ জমিতে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। ফেনী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, সীমান্ত এলাকায় যেহেতু বাঘ দেখা গেছে, তাই স্থানীয় লোকজনকে সতর্কভাবে চলাফেরা করতে হবে।