গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নানান অজুহাতে এসব হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে হামাস। সর্বশেষ একই পরিবারের ১১ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী।
সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজা সিটির জাইতুন এলাকায় একটি গাড়িতে হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন।
ইসরায়েল বাহিনীর অভিযোগ, ওই পরিবার বহনকারীদের গাড়িটি তথাকথিক হলুদ রেখা অতিক্রম করেছিল। এই হামলাসহ যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ২৮ জনকে হত্যা করল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। এ অবস্থায় যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে হামাস। তারা বলছে, ইসরায়েলকে আক্রমণ বন্ধ করে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হবে।
এদিকে হামাস জানিয়েছে, তারা আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ রেডক্রসের মাধ্যমে ফিরিয়ে দিয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, মৃত ২৮ ইসরালি জিম্মির মরদেহ হস্তান্তর করতে রাজি হয়েছিল হামাস। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের উদ্যোগে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ আলোচনার পর গাজায় গত ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত হয়েছেন কমপক্ষে ৬৭ হাজার ৯৬৭ জন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ১৭৯ জনেরও বেশি।
বিডি প্রতিদিন/এমই