ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় একটি লাল রেখা (রেড লাইন)।
ঘারিবাবাদি রবিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের এক সভায় এই মন্তব্য করেন। যেখানে তিনি আগের দিন ইতালির রোমে অনুষ্ঠিত তেহরান-ওয়াশিংটন দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেন।
কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, ঘারিবাবাদি আলোচনার বিষয়বস্তু বিস্তারিত বর্ণনা করার জন্য অধিবেশনে উপস্থিত ছিলেন।
বৈঠকে ঘারিবাবাদি জানিয়েছেন, ইরান আবারও জোর দিয়ে বলেছে যে ইসলামী প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না এবং দেশের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ।
তিনি আরও বলেন, আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল মার্কিন কংগ্রেস কর্তৃক জারি করা নিষেধাজ্ঞা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত নির্বাহী আদেশসহ নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহার করা।
ঘারিবাবাদি বলেছেন, নিষেধাজ্ঞা অপসারণ অবশ্যই পুঙ্খানুপুঙ্খ এবং কার্যকর হতে হবে। কেবল প্রতীকী ইঙ্গিত হিসেবে কাজ না করে ইরানি জাতির জন্য বাস্তব অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে সেই নিশ্চয়তা দিতে হবে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল