নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ দিন ধরে জহিরুল (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির মা জরিনা বেগম গত বুধবার সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ জহিরুল ইসলাম উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত আব্দুল মোতালিব'র ছেলে।
জানা যায়, জহিরুল দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলো। গত ১২ এপ্রিল শনিবার সকাল ৭ টার দিকে চোত্রাপাশা নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজের পর আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি।
জিডির বিষয়টি সোনারগাঁ থানার ওসি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল