বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন ছাড়া একটি সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে তাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়। কোনো অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই।
রবিবার দুপুরে নাটোর শহরের সাহারা প্লাজা মিলনায়তনে জেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, আব্দুল আজিজ, ফারজানা শারমিন পুতুল, দাউদার মাহমুদ, মিজানুর রহমান ডিউক, সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ।
আব্দুস সালাম বলেন, আমরা আশা করব ড. ইউনূসের নেতৃত্বে অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হবে। এই নির্বাচনেই সিদ্ধান্ত হবে রাষ্ট্র পরিচালনায় কারা দায়িত্ব পাবে।
তিনি বলেন, যে ফ্যাসিবাদকে আমরা দেশ থেকে বিদায় করেছি, তারা কিন্তু বেশি দূরে না—সীমান্তের ওপারেই অপেক্ষা করছে। ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা এখনো মাঝে মাঝে বলে বেড়াচ্ছেন, তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সেই ষড়যন্ত্রের জাল যেন আর বিস্তার না হয়। ষড়যন্ত্রকারীরা দেশটাকে যেন আরেকটা অস্থিরতার মধ্যে ফেলে দিতে না পারে—এই জন্যই আমরা নির্বাচন চাই। জনগণই সিদ্ধান্ত নেবে কারা রাষ্ট্র পরিচালনা করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল