রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার বানেশ্বর বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বানেশ্বর বাজারের একটি দোকানের সামনে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন এক ব্যবসায়ী। পরে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান। বানেশ্বর ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক দুলাল জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ওসি কবির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।