রাজশাহীতে দিনদুপুরে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাই করা হয়। গতকাল নগরীর বোয়ালিয়া থানা ভবনসংলগ্ন ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক জানান, তিনি একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক। গতকাল সকাল পৌনে ৯টায় প্রায় ১২ লাখ টাকা নিয়ে তিনি কুমারপাড়া থেকে রিকশায় করে দোকানে যাচ্ছিলেন। ঘোড়ামারা এলাকায় পৌঁছালে হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে রিকশাচালক। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার সামনে ব্যারিকেড দিয়ে তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর ছিনতাইকারীরা তার ব্যাগ টানাটানি করার সময় বাধা দিলে হাতের কনুই ও আঙুলে ছুরিকাঘাত করে। ধস্তাধস্তিতে ব্যাগ থেকে আড়াই লাখ টাকা পড়ে গেলেও মূল ব্যাগটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর রিকশাচালক কোনো ভাড়া না নিয়েই সটকে পড়েন। পরে বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ রিকশাচালকের সন্ধান করছে বলেও জানান তিনি।