সেল্টা ভিগোর বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ৪-৩ গোলের নাটকীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। তবে এমন জয়ের রাতেই বড় ধাক্কা খেয়েছে হ্যান্সি ফ্লিকের দল—চোটে পড়েছেন দলের অন্যতম প্রধান ভরসা রবার্ট লেভানডফস্কি।
শনিবার (১৯ এপ্রিল) লা লিগার ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে বাঁ পায়ের পেছনের উরুতে টান লাগায় মাঠ ছাড়েন এই পোলিশ স্ট্রাইকার। চোটের মাত্রা নিয়ে পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে বার্সেলোনা নিশ্চিত করেছে, লেভান্ডোভস্কির বাঁ পায়ের উরুর পেশিতে চোট রয়েছে এবং ইনজুরির অগ্রগতির ওপর নির্ভর করছে তিনি কবে অনুশীলনে ফিরতে পারবেন।
তবে কাতালান ক্লাবের পক্ষ থেকে সময়সীমা নির্ধারণ না করা হলেও স্প্যানিশ গণমাধ্যমের মতে, লেভানডফস্কি আগামী ২৬ এপ্রিল কোপা দেল রে'র ফাইনাল এবং ১ মে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে অংশ নিতে পারবেন না—এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
চলতি মাসের ২৬ তারিখে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে'র ফাইনালে মাঠে নামার কথা বার্সেলোনার। এরপর মে মাসের শুরুতে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল। ঠিক এই সময়েই লেভানডফস্কির না থাকা বার্সার জন্য বড় এক ধাক্কা হতে পারে।
এ মৌসুমে বার্সার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। তাই তার অনুপস্থিতি বড় ম্যাচগুলোতে বার্সার সম্ভাবনায় বড় প্রভাব ফেলতে পারে।
বিডি প্রতিদিন/মুসা