এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো 'ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেড' -এর প্রথম মিলনমেলা 'First Member Night & Eid Reunion 2025'।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার সরকারি ১৫টি জিলা স্কুলের প্রাক্তন ছাত্র ও তাদের পরিবারবর্গ অংশ নেন।
বন্ধুত্ব, স্মৃতি আর ভালোবাসার আবহে মিলনমেলা রূপ নেয় প্রাণবন্ত এক উৎসবে। একে অপরের সঙ্গে দেখা, গল্প-আড্ডা, স্মৃতিচারণ, র্যাফেল ড্র এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা মিলিয়ে আয়োজনটি হয়ে ওঠে স্মরণীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি স্থপতি মাসুদুর রহমান খান। তিনি ক্লাব প্রতিষ্ঠা ও কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'এই ক্লাবকে আমরা দেশের অন্যতম বৃহৎ প্রাক্তন ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।'
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন পরিচালক আরিফ চৌধুরী রাসেল এবং সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম।
ক্লাবের সিনিয়র সদস্যদের মধ্য থেকে কয়েকজন বক্তব্য রাখেন এবং সবাই মিলে ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ক্লাবকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/মুসা