ভারতের দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ১১ জনকে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি সরু গলির মধ্যে চারতলা ভবন ধসে এই হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার সন্ধ্যা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট ১১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরো ১১ জনকে জখম অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারীরা। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আর বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনো স্পষ্ট নয়।
জানা গেছে, বাড়িটির একতলায় একটি বড় প্রাচীর ছিল। সম্প্রতি সেটি ভেঙে ফেলা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রাচীরটি ভাঙা পড়তেই গোটা বাড়ির ভারসাম্য নষ্ট হয়ে যায়। শুক্রবার রাতের দিকে কিছুটা বৃষ্টি হয় দিল্লিতে। তার পরেই সশব্দে ভেঙে পড়ে বাড়িটি। ধ্বংসস্তূপের ভেতর এখনো কোনো প্রাণের সন্ধান রয়েছে কি না, তা জানতে থার্মাল ক্যামেরা, ক্রেন নিয়ে চলছে তল্লাশি অভিযান।
সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শআ