প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে থাকা লিভারপুল এবার আর থামতে চাইছে না। আসরের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে প্রতিপক্ষদের টক্কর দেওয়ার সুযোগই দিচ্ছে না স্লটের শিষ্যরা।
সেই ধারাবাহিকতায় রবিবার (২০ এপ্রিল) কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল অল রেডরা।
পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রণে থাকা লিভারপুল প্রথমার্ধে গোলের দেখা পায়নি। মোহাম্মদ সালাহ, কোডি গাকপোদের একের পর এক আক্রমণেও ভাঙেনি লেস্টারের ডিফেন্স। দ্বিতীয়ার্ধেও লেস্টার রক্ষণভাগ আঁটসাঁট রেখেই খেলতে থাকে।
তবে ৭৬তম মিনিটে প্রতিরোধ ভাঙেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন এই ইংলিশ ডিফেন্ডার। তার গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
এই হারের ফলে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হলো লেস্টার সিটির। ফলে চলতি মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা তিন দলই আবার ফিরে যাচ্ছে নিচের স্তরে।
৩৩ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। আর ৫৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে নিউক্যাসল ইউনাইটেড।
এদিকে রবিবারের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হেরে গেছে উলভসের কাছে। আর চেলসি শেষ মুহূর্তে নাটকীয়ভাবে দুটি গোল করে ফুলহ্যামকে ২-১ ব্যবধানে হারিয়েছে।
বিডি প্রতিদিন/মুসা