ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তর প্রদেশের শামলি জেলায়। সেখানে ২১ বছর বয়সী এক তরুণীকে দেখিয়ে এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করা হয়। পরবর্তীতে ওই তরুণীর বিধবা মাকে বিয়ে দেওয়া হয় ওই যুবকের।
জানা গেছে, তরুণীর নাম মানতাশা (২১)। প্রতারণার শিকার যুবকের নাম মোহাম্মদ আজিম (২২)। তিনি মিরাটের ব্রহ্মপুরীর বাসিন্দা।
বর আজিমের অভিযোগ, তার ভাই নাদিম এবং তার স্ত্রী শাইদা শামলি জেলার মানতাশার সঙ্গে তার বিয়ে ঠিক করেন। ৩১ মার্চ বিয়ের দিন ধার্য করা হয়। তবে বিপত্তি বাঁধে অনুষ্ঠানের সময় মৌলবী কনেকে যখন তাহিরা বলে উল্লেখ করেন। সে সময় বর ঘোমটা তুলে দেখতে পান যে, মানতাশার ৪৫ বছর বয়সী বিধবা মা কনের বেশে আছেন। মানতাশার পরিবর্তে ওই বিধবার সঙ্গেই তার বিয়ে হয়।
বর দাবি করেন, অনুষ্ঠানের সময় ৫ লাখ রুপি বিনিময় করা হয়েছিল।
আজিম পুলিশকে জানিয়েছেন, তিনি যখন প্রতারণার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন, তখন তার ভাই এবং ভগ্নিপতি তাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।
পুলিশ জানিয়েছে, পরবর্তীতে ভুক্তভোগী যুবক বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ব্রহ্মপুরীর সিও সৌম্য আস্থানা বলেন, “সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি মীমাংসা হয়েছে। আজিম তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন এবং বলেছেন যে, তিনি এই মুহূর্তে কোনও আইনি পদক্ষেপ নেবেন না।” সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ